কাদের দখলে গেল ভরতপুর গ্রাম পঞ্চায়ে ?

ভরতপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির আজ চারটি অঞ্চলের পঞ্চায়েত বোর্ড গঠন হলো। যেখানে ভরতপুরের প্রধান হলেন অনিতা মন্ডল, আর উপ প্রধান হলেন চৌধুরী মহিউদ্দিন ।
গন্দুরিয়া অঞ্চলে প্রধান হলেন সারথি ঘোষ আর উপপ্রধান হলেন ইন্তাজ আলী ওরফে মোহাম্মদ সাজিদ।

অপরদিকে আলু গ্রামাঞ্চলে প্রধান হলেন জাহিরুল শেখ উপ প্রধান হলেন বুদ্ধদেব ।
গড্ডা অঞ্চলের প্রধান হলেন গোলাপী বিবি আর উপ প্রধান হলেন মানবেন্দ্র চ্যাটার্জি ।

উপরোক্ত চারটি পঞ্চায়েতে মধ্যে তিনটি পঞ্চায়েত তৃণমূল কংগ্রেসের দখলে থাকলেও ভরতপুর গ্রাম পঞ্চায়েত চলে গেলো কংগ্রেসের দখলে।

অপরদিকে ভরতপুর দু নম্বর ব্লকে, চারটি অঞ্চলের, প্রধান গঠন নিয়ে টানটান উয়েজনা , ভরতপুর দু নাম্বার পঞ্চায়েত সমিতির সাতটি গ্রাম পঞ্চায়েত এর মধ্যে আজ চারটি গ্রাম পঞ্চায়েত প্রধান নির্বাচিত হলো তালিবপুর অঞ্চলের প্রধান হলেন মোঃ রবি শেখ ।

Leave a Comment

Parineeti Chopra and Raghav Chadha Tie the Knot in Fairytale Wedding Unlocking the Power of 5G with the vivo T2 Pro 5G : A Game-Changing Mobile Experience Jawan Movie 14 days box office collection