যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া ঘৃণ্য ঘটনাকে নিয়ে শর্ট ফিল্ম বানিয়ে তাক লাগালেন মুর্শিদাবাদের প্রতন্ত গ্ৰামের ছেলেরা

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ( Jadvpur Universitya ) ঘটে যাওয়া ঘৃণ্য ঘটনাকে নিয়ে এক শিক্ষামূলক শর্ট ফিল্ম বানিয়ে তাক লাগালেন মুর্শিদাবাদের প্রতন্ত গ্ৰামের ছেলেরা

সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ( Jadvpur universitya ) ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় স্তব্ধ গোটা রাজ্য। সদ্য আঠারোয় পা দেওয়া স্বপ্নদীপ স্বপ্নেও কল্পনা করেনি যে তার কলেজে পড়তে নিজের প্রাণ টাই হারাতে হবে। এই ঘটনাকে কেন্দ্র গোটা রাজ্য কার্যত তোলপাড়‌।

কিন্ত দুঃখের বিষয়, স্বপ্নদীপের এই মৃত্যু নিয়েও চলছে রাজনৈতিক তরজা‌। তৃণমূল-বিজেপি-সিপিএম যে পারছে চেষ্টা করছে রাজনৈতিক রঙ লাগানোর। এখন তো এও অনেকে মনে করছেন যে,স্বপ্নদীপের মৃত্যু নিয়ে রাজনৈতিক দলগুলি যত না চিন্তিত, তত বেশী চিন্তিত রাজনীতির রঙ লাগানোর জন্য।

তবে এবার এই ঘটনার প্রতিবাদে মুর্শিদাবাদের প্রতন্ত গ্ৰামের ছেলেরা বানালেন এক শিক্ষামূলক ভিডিও। যেখানে দেখানো হয়েছে, র‌্যাগিংয়ের তাড়না কীভাবে একজন সদ্য ভর্তি হওয়া ছাত্রকে মৃত্যুর মুখে ঠিলে দেয়। কীভাবে র‍্যাগিংয়ের জন্য একটা ছেলের জীবন শেষ হয়ে যায়।

র‍্যাগিং যে কতটা ভয়ংকর হতে পারে তা এই আট মিনিটের ভিডিওতে প্রকাশ পেয়েছে। ইতিমধ্যেই এই শিক্ষামূলক ভিডিওটি সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই শর্ট ফিল্মটি ডিরেক্ট করেছেন মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার অন্তর্গত এক প্রতন্ত গ্ৰামের ছেলে ইমন পারভেজ।

ইতিমধ্যেই এই শর্ট ফিল্মটি নেটিজেনদের থেকে ঝুড়ি ঝুড়ি প্রসংশা কুড়িয়েছে।

Leave a Comment

Parineeti Chopra and Raghav Chadha Tie the Knot in Fairytale Wedding Unlocking the Power of 5G with the vivo T2 Pro 5G : A Game-Changing Mobile Experience Jawan Movie 14 days box office collection