Tata Technologies IPO : 2023 এর সবচেয়ে বড়ো IPO

Tata Technologies IPO : Tata Tech হলো একটি বিশ্বব্যাপী ইঞ্জিনিয়ারিং এবং পণ্য development services প্রদানকারি কোম্পানি। Tata tech 2023 সালের October মাসের প্রথম সপ্তাহেই ₹9,571 কোটি issue size এর সাথে মার্কেটে নতুন IPO লঞ্চ করতে চলেছে। যেটি এবছরের সবচাইতে বড় IPO হতে চলেছে।

Key details of the Tata Technologies IPO:

  • Issue size: Up to ₹9,571 crore
  • Offer type: Offer for sale (OFS) by existing shareholders
  • Price band: Not yet announced
  • Opening date: Expected to open in the first week of October 2023
  • Closing date: Expected to close in the first week of October 2023
  • Listing on: BSE and NSE

Tata Technologies হলো বিশ্বব্যাপী একটি ইঞ্জিনিয়ারিং এবং পণ্য development services প্রদান কারি কোম্পানি। এই কোম্পানিটি তার ক্লায়েন্টদের বিভিন্ন engineering design, manufacturing engineering, এবং product lifecycle management এর মত সার্ভিস দিয়ে থাকে। আর এই সব কাজের জন্য কোম্পানির কাছে দক্ষ কর্মীও রয়েছে। যেটা একটা কোম্পানির জন্য খুবই ভালো বলে ধরা হয়।

কেনো invest করবেন Tata Technologies IPO তে?

  • Strong market position: Tata Technologies হলো বিশ্বব্যাপী engineering এবং product development services market এর পাক্কা প্লেয়ার। যার ফলে কোম্পানির প্রফিট এবং ভালো গ্রথের ট্র্যাক রেকর্ড রয়েছে।
  • Diversified customer base: Tata Technologies এর কাস্টমার automotive, aerospace, এবং industrial sectors এর মত বিভিন্ন আলাদা আলাদা সেক্টরে ছড়িয়ে রয়েছে। যেটা কোম্পানির রিস্ক কে অনকেটাই কমিয়ে দেয়।
  • Experienced management team: Tata Technologies এর কাছে রয়েছে experienced management team যা কোম্পানির Business কে বাড়াতে এবং Profitable করে তুলতে সাহায্য করে।
  • Growth potential: বিশ্বব্যাপী engineering এবং product development services market আগামী কয়েক বছরের মধ্যে ভাল grow করবে বলে আশা করা যাচ্ছে। আর এমনটা হলে Tata Technologies এর ও ভালরকম growth হওয়ার সম্ভাবনা থাকছে।

How to apply for the Tata Technologies IPO

Tata Technology IPO ( initial public offering ) তে Invest করতে হলে , আপনার কাছে যে Broker কোম্পানির Demat account আছে, সেই একাউন্টের মাধ্যমে সরাসরি এই কোম্পানির IPO তে Apply করতে পারবেন । যেমন Angel one , Upstoxe, Zeroddha , Grow , Paytm money ,IIFL , ইত্যাদি কোম্পানির trading অ্যাপসের মাধ্যমে খুব সহজেই আপনারা Tata Technology IPO তে Apply করতে পারেন ।

Tata Technologies IPO Date , Price and GMP

IPO DetailTata Technologies
Opening DateOctober 9, 2023
Closing DateOctober 11, 2023
Listing DateExpected to list on October 18, 2023
Price Band₹263-268 per share
Issue SizeUp to ₹9,571 crore
Minimum Investment1 lot = 55 shares
Maximum InvestmentNo limit
GMP (Grey Market Premium)₹32 (as of October 3, 2023)

Leave a Comment

Parineeti Chopra and Raghav Chadha Tie the Knot in Fairytale Wedding Unlocking the Power of 5G with the vivo T2 Pro 5G : A Game-Changing Mobile Experience Jawan Movie 14 days box office collection