Elon Musk Neuralink chip : মানুষের জীবন বদলে দেবে এলন মাস্কের তৈরি এই ছোট্ট চিপ

দৃষ্টিহীন রাও পৃথিবীর আলো দেখতে পাবে, যারা হাঁটতে পারে না তারাও হাঁটতে পারবে। গাড়ি চালাতে জানেন না? সেটাও শিখতে পারবে মানুষ। হ্যাঁ, এমনই এক যন্ত্র আবিষ্কার করলো এলন মাস্ক। গত মে মাসেই এলন মাস্ক জানিয়েছিলেন মানুষের মস্তিষ্কে কয়েনের আকারের চিপ প্রতিস্থাপন করার অনুমতি পেয়ে গিয়েছেন তাঁরা। শিগগিরি পক্ষাঘাতগ্রস্ত মানুষকে সুস্থ করতে তাঁদের মস্তিষ্কে বসানো হবে ওই চিপ। যা রাতারাতি তাঁদের শরীরের সাড় ফিরিয়ে আনবে। মাস্কের সংস্থা Neuralink এই পরীক্ষা করবে বলে দাবি ধনকুবেরের। এমতা বস্থায় জানা গিয়েছে তাদের গবেষণা সফল হয়েছে। তার প্রতিষ্ঠিত Neuralink সংস্থায় তারা পরীক্ষা করে দেখছেন এই ব্যাপারে। শুধু তাই নয়। এও জানা গেছে যে, এই যন্ত্রের সাহায্যে এক ব্যাক্তির ব্রেনের সব স্মৃতি অন্য ব্যাক্তির ব্রেনে সঞ্চার করা যাবে।

এবিষয়ে কথা বলতে গিয়ে মাস্ক তুলে ধরেছেন কিংবদন্তি বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের প্রসঙ্গও। হকিং মারা গিয়েছিলেন জটিল স্নায়বিক অসুখে ভুগে। মাস্কের দাবি, হকিং যদি এখন বেঁচে থাকতেন তাহলে তাঁকে সুস্থ করে তুলতে পারত তাঁদের সংস্থার বিশেষ চিপ। এছাড়া তার মতো বুদ্ধিমান বিজ্ঞানীর ব্রেনের স্মৃতিও কাজে লাগানো যেত।

উল্লেখ্য, ২০১৬ সালে স্থাপিত নিউরোলিঙ্ক নামের সংস্থাটি মানুষের মস্তিষ্কে কৃত্রিম বুদ্ধিমত্তার (Artificial Intelligence) প্রয়োগ নিয়ে কাজ করছে। মাস্ক জানিয়ে দেন, এই চিপ লাগানোর পিছনে প্রাথমিক লক্ষ্যই হল, দৃষ্টিহীন ও পক্ষাঘাতগ্রস্তদের চিকিৎসা করা। জন্মান্ধদেরও এর সাহায্যে দৃষ্টি ফিরিয়ে দেওয়া যাবে বলে দাবি তাঁর। অবশেষে এবছর বাইডেন প্রশাসনের অনুমতি মেলার পর মানুষের মস্তিষ্কে চিপ বসানো নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেছে নিউরোলিঙ্ক।

এই চিপটি দেখতে একটি কয়েনের মতো। কোনো তার যুক্ত নেই। এমতাবস্থায়, এই চিপটি একটি বানরের মস্তিষ্কে লাগিয়ে দেখা গিয়েছে বানরটি গেম খেলছে।

তবে কি খুব শীঘ্রই মানুষের মস্তিষ্কে প্রতিষ্ঠিত হতে চলেছে এলন মাস্কের তৈরি এই যন্ত্র?

Leave a Comment

Parineeti Chopra and Raghav Chadha Tie the Knot in Fairytale Wedding Unlocking the Power of 5G with the vivo T2 Pro 5G : A Game-Changing Mobile Experience Jawan Movie 14 days box office collection