দুয়ারে সরকার, দুয়ারে রেশন এবার অতীত, এখন চলছে ‘দুয়ারে লোডশেডিং

দুয়ারে সরকার, দুয়ারে রেশন এবার অতীত, এখন চলছে ‘দুয়ারে লোডশেডিং’! হ্যাঁ, গোটা দেশ আলোকিত থাকলেও অন্ধকার পশ্চিমবঙ্গ! কিন্ত কেন বঙ্গে এত লোডশেডিং হচ্ছে? এই লোডশেডিং-এর সমস্যার সমাধানের জন্য শুভেন্দু অধিকারী ঠিক কি করতে চলেছেন? দেখুন…..

এ যেন ‘গোধের ওপরে বিষফোঁড়া’! হ্যাঁ, একেই এই ভ্যাপসা গরম তার ওপরে এই লোডশেডিং-এর অত্যাচার! বেশ কয়েকদিন ধরেই লোডশেডিং-এর এই খেলা চলছেই। আর তাতেই অতিষ্ট বাঙালি। অনেকে তো আবার মজার ছলে বঙ্গের এই পরিস্থিতিকে নাম দিয়েছেন ‘দুয়ারে লোডশেডিং’! যাইহোক, বঙ্গের এই সমস্যা কেন দেখা দিচ্ছে? তা নিয়ে মানুষের মধ্যে উঠছে প্রশ্ন। তবে এরই মধ্যে এবার এই লোডশেডিং-এর সমস্যা নিয়ে চড়াও হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি তার ফেসবুকে একটি পোস্ট করে লিখেছেন, “পশ্চিমবঙ্গের দেউলিয়া সরকার পয়সার অভাবে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলিতে কয়লা সরবরাহ করতে পারছে না। তাই বিদ্যুৎ কেন্দ্রগুলো প্রয়োজনের তুলনায় উৎপাদন ক্ষমতা কমাতে বাধ্য হয়েছে। যার ফলে ঘাটতির পরিমাণ ১২০০ মেগাওয়াট। এই ভাদ্র মাসের অসহনীয় ভ্যাপসা গরমে আবালবৃদ্ধবনিতা সকলেরই ঘর্মাক্ত হাঁসফাঁস অবস্থা।

এই মূহুর্তেও রাজ্যের এক বড় অংশে বিদ্যুৎ নেই। দেউলিয়া মুখ্যমন্ত্রীর দেউলিয়া সরকারের বিদ্যুৎ দফতরের আধিকারিকদের জানিয়ে রাখলাম, যদি আগামী দুই দিনের মধ্যে সমস্যার সমাধান না করতে পারেন তবে আগামী সোমবার থেকে বিরোধী দলনেতাকে বিদ্যুৎ বণ্টন সংস্থার দফতরের সামনে ধর্নায় দেখতে পাবেন।” কিন্ত আদৌ কি এই সমস্যার সমাধান হবে? এখন সেটাই দেখার বিষয়।

Leave a Comment

Parineeti Chopra and Raghav Chadha Tie the Knot in Fairytale Wedding Unlocking the Power of 5G with the vivo T2 Pro 5G : A Game-Changing Mobile Experience Jawan Movie 14 days box office collection